নেত্রকোনায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩
প্রথম নিউজ, নেত্রকোনা: নেত্রকোনায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যান ধাক্কায় দেওয়ায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পিকআপ ভ্যানে থাকা আরও একজন।
আজ শনিবার ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা বাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা গ্রামের মাছ ব্যবসায়ী রনি মিয়া, তার চাচাত ভাই জনি মিয়া এবং পিকআপচালক আবুচান।
নেত্রকোনা মডেল থানা পুলিশের ওসি খন্দকার শাকের আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।