ডিজেল-সারের দাম বৃদ্ধি, বোরো চাষ নিয়ে শঙ্কা
লাভের থেকে খরচ বাড়ায় বিপাকে পড়ছেন কৃষকরা।

প্রথম নিউজ, হবিগঞ্জ: ডিজেল ও সারের দাম বাড়ার কারণে হবিগঞ্জে বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। লাভের থেকে খরচ বাড়ায় বিপাকে পড়ছেন কৃষকরা। তবে কৃষি অফিস বলছে, আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে হবিগঞ্জ জেলায় ১ লাখ ২২ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাষাবাদ হচ্ছে আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ে। কৃষকরা জানিয়েছেন, প্রতি বিঘা জমিতে খরচের তুলনায় ধান উৎপাদন কম হয়। আবার বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক ধান নষ্ট হয়ে যায়।
হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের কৃষক আজগর আলী জানান, ডিজেলের দাম বাড়ানোর কারণে ধান চাষ বাড়ছে। পাশাপাশি শ্রমিকের দাম বাড়ছে। এতে করে আমরা বিপাকে পড়েছি। হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের কৃষক ইসমাঈল মিয়া জানান, এখন কৃষিকাজ করে কোনো লাভ নেই। আমাদের বিকল্প কাজ নেই তাই বাধ্য হয়েই কৃষি কাজ করি।
একই গ্রামের কৃষক রহমত আলী জানান, খরচের তুলনায় ধানের দাম বাড়েনি। এরপর প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যায়। ধানের দাম বাড়ানো হলে কৃষক বাঁচবে। তানাহলে ধান উৎপাদন করে কোনো লাভ নেই। হবিগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. তমিজ উদ্দিন খান জানান, হবিগঞ্জে এ বছর ১ লাখ ২২ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পুরোদমে চাষ হচ্ছে। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন।
তিনি আরও বলেন, আমরা ধান রোপণের পর কৃষকদের বিভিন্ন ধরনের টেকনিক্যাল পরামর্শ দিয়ে থাকি। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। আশা করি কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: