চট্টগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫
আজ সোমবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার আধুনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ,চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ পাঁচ জন নিহত হয়েছে। আজ সোমবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার আধুনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার একটি প্রাইভেটকারে করে কয়েকজন চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিল। পথে লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া, হাসপাতালে চিকিৎসাধীস অবস্থায় একজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হারুনুর রশিদ (৩০) ও সাইদুল (৩৩)। তারা লোহাগাড়া উপজেলার বাসিন্দা। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews