আজ ৮ডিসেম্বর ঐতিহাসিক ভালুকা মুক্ত দিবস
আজ ৮ডিসেম্বর ঐতিহাসিক ভালুকা মুক্ত দিবস। ১৯৭১সালের এ দিনে মহান মুক্তিযোদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিন আহম্মেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ময়মনসিংহের ভালুকা।
প্রথম নিউজ,ভালুকা(ময়মনসিংহ): আজ ৮ডিসেম্বর ঐতিহাসিক ভালুকা মুক্ত দিবস। ১৯৭১সালের এ দিনে মহান মুক্তিযোদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিন আহম্মেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ময়মনসিংহের ভালুকা। দিবসটি উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় প্রশাসন দিনব্যাপী নানা কর্মসুচী গ্রহন করে। সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের পর উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে সাব-সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিন আহম্মেদের কবরে পুষ্পস্তবক অর্পন ও মোনাজাত করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল বাকীউল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.শওকত আলী,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম পিপিএম,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান,আফছার উদ্দিনসহ অন্যরা।
সন্ধায় আফসার বাহিনীর সফল অভিযান ভাওয়ালিয়াবাজু বাজারের টানা ৪৮ঘন্টা সম্মুখ যুদ্ধের উপর বিরেশষ নাটক ও বড় পর্দায় মুক্তিযোদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। এ দিকে আলোচনা সভা’র পুর্বে বেলুন উড়িয়ে ৮দিন ব্যাপী বিজয় মেলা’র উদ্বোধন করেন সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগন ছাড়াও প্রশাসনিক কর্মকর্তা,আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন,ব্যাবসায়ী নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিগন অংশ নেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: