শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযান দলে জেলেদের হামলা, পুলিশসহ আহত ৫
তিনজন মৎস্য সম্প্রসারণ কর্মী ও দুইজন পুলিশ সদস্য আহত
প্রথম নিউজ, শরীয়তপুর: শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান দলের ওপর হামলা করেছে জেলেরা। এতে পাঁচ জন আহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ হয়েছেন। এছাড়াও পুলিশের একটি আগ্নেয়াস্ত্র হারিয়েছে।
শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মরিছাকান্দি এলাকায় পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে। ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি স্পিডবোট নদীতে মা ইলিশ শিকার করতে আসলে আমাদের টিম জেলেদের ধাওয়া করলে তারা মরিছাকান্দির শাখা নদীতে প্রবেশ করে। ধাওয়া করার সময় আমাদের স্পিডবোট তাদের বোটের সাথে ধাক্কা লাগে তারপর তারা আমাদের অভিযানকারী দলের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।
এতে স্পিডবোটে থাকা উপজেলা মৎস্য কার্যালয়ের তিনজন মৎস্য সম্প্রসারণ কর্মী ও দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনার পর থেকে মৎস্য বিভাগের কর্মী আব্দুল বারেক মিয়া নিখোঁজ আছেন। এছাড়া পুলিশের দুটি আগ্নেয়াস্ত্র হারিয়ে গেছে। একটি উদ্ধার করা গেলেও আরেকটি এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি।
ইউএনও জানান, একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের চাঁদপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সখিপুর থানার ওসি তদন্ত মো. ওবায়দুল হক জানান, অস্ত্র উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। একটি মোবাইল ফোন ও একটি স্পিডবোট জব্দ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews