পাক-ভারত উত্তেজনা নিয়ে বার্তা দিয়ে তোপের মুখে পাকিস্তানি অভিনেত্রী

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: সীমান্তের পাশাপাশি পাক-ভারত উত্তেজনার ঝড় উঠেছে শোবিজ অঙ্গনেও।ভারতে পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার পাশাপাশি যেসব তারকা বলিউড সিনেমায় কাজ করেছেন তাদের ছবি পোস্টার ও সঙ্গীত প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তেমন কয়েকজন হলেন-‘সানাম তেরি কসম’র মাওরা হোসেন, ‘রইস’র মাহিরা খান এবং ‘কাপুর অ্যান্ড সন্স’র ফাওয়াদ খান। বিষয়টি নিয়ে মুখ খুলে বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানি অভিনেত্রী সানা নাওয়াজ।
সানা নাওয়াজ পূর্বে সানি দেওলের বিপরীতে ‘কাফিলা’ সিনেমায় কাজ করেছেন। সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওতে সানা বলেছেন, ‘শিল্পীরা শান্তির দূত। শিল্পীদের কোনও সীমানা নেই - তারা ভালোবাসা ছড়িয়ে দেয়, এবং আমি এতেই বিশ্বাস করি। ’
তিনি আরও বলেন, ‘অভিনেতারা প্রায়শই নিজেদেরকে একটি অনিশ্চিত পরিস্থিতিতে খুঁজে পান। যখন তারা তাদের মতামত প্রকাশ করেন তখন সমালোচনার মুখোমুখি হন এবং যখন তারা নীরব থাকেন তখনও একইভাবে কঠোর সমালোচনার সম্মুখীন হন। ’
তবে তার এই মন্তব্য ভালোভাবে নেয়নি তার ভক্তরা। অনেকের মতে, পাকিস্তানি শিল্পীদের ভারতীয় শত্রুতার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়া উচিত, বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’ এবং সীমান্তের ওপারে সাম্প্রতিক আগ্রাসনের প্রেক্ষিতে।
সানার এই মন্তব্যতে ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। একজন লেখেন, ‘ভারতীয় অভিনেতারা তাদের সেনাবাহিনীর সঙ্গে দাঁড়িয়েছেন। আপনি কেন পারবেন না?’
আরেকজন লেখেন, ‘শিল্পী কা ভি জমির হোতা হ্যায় (শিল্পীদেরও বিবেক আছে)। ’ আরেক ব্যবহারকারী লেখেন, ‘এ বার্তা দেওয়ার সময় আপনি অপমানিত হচ্ছেন। ’ তথ্যসূত্র: সামাটিভি