মা হারালেন চিত্রনায়ক জায়েদ খান
জায়েদের মা শাহিদা হক করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ছিলেন।
প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের মা শাহিদা হক মারা গেছেন। আজ সোমবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এ অভিনেতা নিজেই। তিনি জানান, তার মায়ের বয়স হয়েছিল ৭৫ বছর । জায়েদের মা শাহিদা হক করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ছিলেন।
জায়েদ বলেন, ‘ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মা করোনা আক্রান্ত হন৷ শারীরিক অবস্থা জটিল হলে মাকে হাসপাতালে ভর্তি করি। ২০ ডিসেম্বর আইসিইউতে ছিলেন।’
সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়ে জায়েদ খান ফেসবুকে লেখেন, 'ফেসবুকে তিনি লেখেন, ‘মা আর নেই। আজ সকাল ৪টা ৫৫ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
আল্লাহ-তায়ালার কী যে ইচ্ছা একমাত্র তিনিই জানেন। বাবা মারা যাওয়ার ১ বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ মা-কে নিয়ে গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কীভাবে সহ্য করবো। আপনারা আমার মা’র জন্য দোয়া করবেন। তিনি আরও জানান, করোনা ছাড়াও তার মা কিডনি জটিলতায় ভুগছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: