আজ ঋতুপর্ণার জন্মদিন
ঋতুপর্ণাকে শুভেচ্ছা দিলেন প্রসেনজিৎ
প্রথম নিউজ, ডেস্ক : কলকাতার বাংলা চলচ্চিত্র জগতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা মানেই এক অনবদ্য জুটি। একসময় যে জুটি একাই দাপিয়ে বেড়িয়েছে বড়পর্দা। একটানা তারা ৫২টি ছবিতে অভিনয় করেছেন। সেসবের প্রায় সবই হিট-সুপারহিট। এরপর নাকি মনোমালিন্য হয়। গ্যাপ পরে ১৪ বছরের।
এই ১৪ বছরে দুজনে অনেকের সঙ্গেই জুটি বেঁধেছেন। সাফল্যও পেয়েছেন। তবে জুটি হয়ে উঠতে পারেননি কারো সঙ্গেই। বাংলা সিনেমার দর্শক মিস করে গেছে এই জুটিকে।
সেই বিরতিটা ভেঙেছিলো ‘প্রাক্তন’ সিনেমা দিয়ে। আবারও বাজিমাত করলো ঋতু-বুম্বাদা জুটি। এখন বলা চলে দুজনের বেশ ভালো বন্ধুতই রয়েছে।
আজ ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন। এদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। তাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অনেক সহকর্মীও।
পিছিয়ে রইলেন না বুম্বাদাও। তিনি ফেসবুকে ঋতুপর্ণার জন্মদিনে লেখেন, ‘শুভ জন্মদিন ঋতুপর্ণা সেনগুপ্ত। আগামী দিনগুলো খুব আনন্দে কাটুক।’
প্রসঙ্গত, শোনা যাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতা জুটির আগামী ছবিতে জুটি বাঁধবেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সেখানে দেখা যাবে দেবশ্রী রায়কেও। এমনটা হলে বাংলা সিনেমা আরও এক নতুন ইতিহাসের অপেক্ষায়, বলাই যায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: