ঢাকায় টাকা উড়ে

বাড়িওয়ালা আল্টিমেটাম দিয়েছে বাড়ি ছেড়ে দেয়ার

ঢাকায় টাকা উড়ে

প্রথম নিউজ, ঢাকা: ঢাকায় টাকা উড়ে  নাটকের পরিচালনা করেছেন মোঃ মিজানুর রহমান মিজান।  মূলগল্পঃ রতন ও সুমি গ্রাম থেকে ঢাকা শহরে এসেছে জীবিকা নির্বাহের সন্ধানে। কিন্তু ঢাকা শহর এসে নানা ধরণের বিপত্তির মুখে পড়তে থাকে তারা দুজন।

মিয়া ফারুক একজন বেকার মাস্তান। প্রশাসন কঠোর হওয়ায় কয়েকমাস থেকে তেমন ইনকাম হচ্ছে না তার। বাড়ি ভাড়া বাকি পরেছে তিনমাসের। বাড়িওয়ালা আল্টিমেটাম দিয়েছে বাড়ি ছেড়ে দেয়ার।

এরইমধ্যে ঘটনাক্রমে নারী পাচারকারী পাশা'র সাথে মিয়া ফারুকের পরিচয় ঘটে। পাশা মিয়া ফারুক কে সুন্দরী মেয়ে ম্যানেজ করে দেয়ার জন্য অগ্রিম টাকা দেয়।

ঘটনাক্রমে রাস্তায় রতন সুমির সাথে দেখা হয় ফারুকের। ফারুক এদের কে চাকরী দেয়ার লোভ দেখিয়ে নিজের বাসায় নিয়ে যায়। এরা বাসায় যাওয়ার পর কমেডি ঘটনার জন্ম নেয়।

ফারুক শত চেষ্টা করেও রতনের কাছ থেকে সুমিকে আলাদা করতে পারে না। অন্যদিকে পাশা ফোন নিয়ে ফারুক কে থ্রেট করতে থাকে এক পর্যায়ে সেফালী সুমি কে শপিং এর কথা বলে পাশার অফিসে নিয়ে যায়। পাশা সুমির পাশাপাশি সেফালী কেও বিদেশ যাওয়ার লোভ দেখায় সেফালী রাজি হয়ে যায়।

ফারুক সব জানতে পেরে পাশাকে অনুরোধ করে তার বউকে যেন বিদেশ না নেয়। কিন্তু পাশা পিস্তলের ভয় দেখিয়ে ফারুক কে অফিস থেকে বের করে দেয়। সুমি সেফালী বুঝতে পারে পাশা খারাপ লোক। কিন্তু অনেকদেরি হয়ে গেছে। পাশা এদের বিদেশ পাচার করার জন্য ব্যবস্থা করছে।

শেষ পর্যায়ে রতন ও মিয়া ফারুক পাশার সাথে যুদ্ধ করে তাদের বউদের উদ্ধার করে|

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom