শুটিং ফ্লোরে মুখ থুবড়ে পড়লেন বরুণ ধাওয়ান

প্রথম নিউজ, অনলাইন: গেল বছর বরুণ ধাওয়ান অভিনীত শেষ ছবি ‘বেবি জন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এরপর নিজেকে সামলে আসন্ন ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। ‘সানি কি তুলসী কুমারী’, ‘হ্যায় জওয়ানি তো ইশক হো না হে’, ‘বর্ডার ২’, এই তিনটি ছবি হাতে রয়েছে তার।
এই মুহূর্তে ‘হ্যায় জওয়ানি তো ইশক হো না হে’ ছবির শ্যুটিং করছেন বরুণ।
ডেভিড ধাওয়ান পরিচালিত এ ছবিতে বরুণের সঙ্গে দেখা যাবে মৌনী রায় এবং ম্রুণাল ঠাকুরকে। পরিচালক। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২ অক্টোবর।
ছবির শুটিং চলাকালীন দুই অভিনেত্রীকে বরুণের সঙ্গে মজা করতে দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, মৌনী এবং ম্রুণাল বরুণের জুতার ফিতে বেঁধে দিচ্ছেন। এই কাণ্ড দেখে যখন কেউ পেছন থেকে জিজ্ঞাসা করে কি হচ্ছে, ম্রুণাল ঠাকুর ‘হ্যায় জওয়ানি তো ইশক হো না হে’ গানটি গাইতে শুরু করেন।
এই পুরো ঘটনা সম্পর্কে অবগত নন বরুণ। তিনি কিছুই জানতেন না।
বরুণ জুতা বাঁধা অবস্থায় কোনও রকমে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেন। কিছুটা যেতেই আর টাল সামলাতে পারেন না তিনি। মুখ থুবড়ে পড়েন অভিনেতা।
বরুণ হুমড়ি খেয়ে পড়তেই তাকে ধরে ফেলেন দুই অভিনেত্রী। নিজেকে কোনও রকমে সামলে একটি সোফায় বসে পড়েন তিনি।
উপস্থিত সকলে ব্যাপারটি দেখে হাসতে শুরু করেন। হাসতে শুরু করেন পরিচালকও।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে বরুণ লিখেছেন, ‘আমার সঙ্গে গুন্ডার মতো আচরণ করা হচ্ছে।’ (যদিও ক্যাপশনটি মজা করে লেখা)। বরুণের এই ভিডিওটি পোস্ট হতেই কিছু মানুষ বরুণের সঙ্গে মজা না করার জন্য অনুরোধ করেছেন আবার কিছু মানুষ মৌনী ও ম্রুণালকে একসঙ্গে সিনেমায় অভিনয় করতে দেখে আনন্দ প্রকাশ করেছেন।