ফ্ল্যাটের পর এবার বিলাসবহুল গাড়িটিও বেচে দিলেন প্রিয়াঙ্কা

 ফ্ল্যাটের পর এবার বিলাসবহুল গাড়িটিও বেচে দিলেন প্রিয়াঙ্কা
ফ্ল্যাটের পর এবার বিলাসবহুল গাড়িটিও বেচে দিলেন প্রিয়াঙ্কা-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বয়সে প্রায় দশ বছরের ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করার পর থেকে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি বলিউড ছাড়িয়ে হলিউডেও এরইমধ্যে নিজের অবস্থান পাকা করেছেন তিনি। গুঞ্জন আছে, ইদানিং নাকি মাতৃত্ব উপভোগ করছেন দেশি গার্ল।

মুম্বাইয়ের আন্ধেরির ভার্সোভার রাজ ক্লাসিকে নিজের দুটি আবাসিক ফ্ল‌্যাট গত বছরের মাঝামাঝি ৭ কোটি রুপিতে বিক্রি করে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। এবার তার কোটি টাকা দামের বিলাসবহুল একটি গাড়ি বিক্রি করার খবর বেরিয়েছে।

জানা গেছে, ভারতের ব্যাঙ্গালুরুর এক ব্যবসায়ীর কাছে প্রিয়াঙ্কা তার অন্যতম দামি রোলস রয়েস গোস্ট গাড়িটি বিক্রি করেছেন। কিন্তু ঠিক কত রুপিতে গাড়িটি বিক্রি হয়েছে তা জানা যায়নি। ২০১৩ সালে ৪ কোটি ৫০ লাখ রুপি খরচ করে গাড়িটি কিনেছিলেন নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, মূলত ব্যবহার না করায় গাড়িটি দীর্ঘদিন পড়ে ছিল। প্রিয়াঙ্কা বর্তমানে যুক্তরাষ্ট্রেই থাকেন বেশিরভাগ সময়। সেখানেই ব্যবসা ও ক্যারিয়ার। এ কারণেই গাড়িটি বিক্রির সিদ্ধান্ত।

বছরের শুরুতে সারগোসির মাধ্যমে মা-বাবা হয়েছেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি। তবে তাদের সন্তানের নামকরণ এখনো হয়নি। বর্তমানে অ্যামাজন প্রাইমের সিরিজ ‘সিটাডেল’ এবং ‘টেক্সট ফর ইউ’র জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom