৭ দিন পর খোঁজ মিলেছে সৌদি প্রবাসী যুবকের
বর্তমানে তিনি দেশটির আবহা শহরে পুলিশ হেফাজতে রয়েছেন।

প্রথম নিউজ,কুমিল্লা: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে নিখোঁজের সাত দিন পর বাংলাদেশি যুবক মো. নাঈমের (২২) সন্ধান মিলেছে। বর্তমানে তিনি দেশটির আবহা শহরে পুলিশ হেফাজতে রয়েছেন। আজ শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় নাঈমের বড় ভাই ইব্রাহিম খলিল জানান, ‘আমরা জানতে পেরেছি, আমার ভাই নাঈম সৌদি আরবেই রয়েছে। সে সুস্থ আছে।’
নাঈম কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাচান্দ কান্দি গ্রামের ফজর আলীর ছেলে। ২০২১ সালের ১৬ জুলাই তিনি সৌদি আরবে যান।
ইব্রাহিম খলিল জানান, ‘গত ১০ এপ্রিল থেকে নাঈমের কোনও খোঁজ-খবর পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোন বন্ধ ছিল। আমরা আশপাশের সকল প্রবাসীকে বিষয়টি জানাই। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে আমাকে পাশের গ্রাম বাখরাবাদের আল আমিন নামের এক ব্যক্তি কল দেন। এরপর তাকে সেখানকার প্রশাসনিক দফতরে খবর নেওয়ার অনুরোধ করি। শনিবার সকালে তিনি জানান, নাঈম সেখানকার পুলিশ হেফাজতে আছে। সে যে কোম্পানিতে চাকরি করে, সেই মালিক গেলে তাকে ছেড়ে দেওয়া হবে।’
তিনি আরও জানান, ‘আমরা শুনেছি, নাঈমের শুধু রিয়াদ শহরে কাজ করার অনুমতি আছে। তাই সে রিয়াদ ছেড়ে আবহা শহরে যাওয়ায় পুলিশ আটকায়। তার সঙ্গে চার ভারতীয় ও এক বাংলাদেশি আছে। নাঈমের কোম্পানির মালিককে বিষয়টি জানানোর ব্যবস্থা করছি। খুব দ্রুত তাকে পুলিশের কাছ থেকে নিয়ে আসতে পারবে বলে আশা করি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews