এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাওয়া গেলো চার পৃষ্ঠার চিঠি
উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ তুলে আত্মহত্যা করেছে এক এসএসসি পরিক্ষার্থী। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সুবর্ণা মোগড়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাটিপাড়া এলাকার ইসমাঈল মিয়ার মেয়ে। সে কাইকারটেক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিল। সুবর্ণার স্বজনরা জানান, একই গ্রামের আবুল কালামের ছেলে ইমন ৫ বছর যাবত বিয়ের প্রলোভন দেখিয়ে সুবর্ণার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে। এ বিষয়ে সুবর্ণার পরিবার ইমনকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে রাজি না হওয়ায় সোমবার সকালে বিষ পান করে সুবর্ণা আত্মহত্যা করে। বিষপানের আগে তার মৃত্যুর জন্য ইমনকে দায়ী করে ৪ পাতার একটি চিঠি লিখে যায়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমন ও তার পরিবার পলাতক রয়েছে। এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews