প্রিয়তমা’ নিখোঁজ, আমেরিকান নায়িকা নিয়ে শাকিব এবার ‘রাজকুমার’

প্রিয়তমা’ নিখোঁজ, আমেরিকান নায়িকা নিয়ে শাকিব এবার ‘রাজকুমার’
শাকিব এবার ‘রাজকুমার’- প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও সফল শাকিব খান। ২০১৪ সালে এসকে ফিল্মস নামে প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। সেখান থেকে ‘হিরো দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’ সিনেমা নির্মাণ করেন। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ২০১৭ সালের নভেম্বরে ঘোষণা আসে ‘প্রিয়তমা’ সিনেমার।

হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন শাকিব খান। ২০১৭ সালে ছবির নাম ঘোষণার কিছু দিন পর জানা যায়, এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। তারপর কেটে গেছে পাঁচ বছর প্রায়। ‘প্রিয়তমা’ নিয়ে আর মাঠে নামা হয়নি শাকিব-হিমেলের।

তারা এবার ঘোষণা দিলেন আরও এক নতুন সিনেমার। এর নাম রাজকুমার। শাকিব খানের জন্মদিন উপলক্ষে সোমবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য নতুন সিনেমার জমকালো মহরত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে আমেরিকার একজন নায়িকা।

হিমেল আশরাফ পরিচালিত ছবিটির প্রযোজনা করবেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। প্রযোজক জাকারিয়া মাসুদ জানিয়েছেন, ‘একটি আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণ করতে চাই। এই সিনেমা শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্রের সবগুলো সিনেমা হল, মধ্যপ্রাচ্য, ভারতসহ অনেক দেশে মুক্তি পাবে। বাংলাদেশের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এই সিনেমা দিয়ে।’

এদিকে শাকিব খান গণমাধ্যমকে বলেন, ‘জন্মদিনে আমেরিকায় আমার নতুন একটি সিনেমার মহরত হচ্ছে। এটা আমার জন্য অনেক ভালোলাগার একটা বিষয়। চোখ বন্ধ করে বলতে পারি এটি একটি আন্তর্জাতিক মানের সিনেমা হবে।নির্মাণশৈলীতে প্রযুক্তির ব্যবহার থাকবে।’

তবে দেশ ছেড়ে বিদেশে স্যাটেল হওয়া পরিচালক হিমেল আশরাফ সত্যি এই সিনেমার নির্মাণ শেষ করে মুক্তি দিতে পারবেন কি না সে নিয়ে সন্দিহান চলচ্চিত্রের অনেকেই। ‘সুলতানা বিবিয়ানা’র পর প্রায় ছয় বছর ধরে বেকার এই পরিচালক। সঙ্গত কারণে শাকিব ভক্তরাও প্রিয় তারকার নতুন সিনেমা নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন। তাদের মন্তব্য, ‘একজন পরিচালক গেল পাঁচ বছরে শাকিব খানকে নিয়ে বহুবার সিনেমার ঘোষণাসহ নানা কারণে আলোচনায় এসেছেন। ফলাফল শূন্যে থেকে গেছে। ছবি শেষ না হওয়া পর্যন্ত খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ নেই।’

অনেকে ভাবছেন, আমেরিকায় বসে সিনেমা বানালেই সেটি আন্তর্জাতিক মানের হবে এই ধারণা থেকে যদি ‘রাজকুমার’ তৈরি হয় তবে হতাশা ছাড়া আর কিছুই মিলবে না। আন্তর্জাতিক মানের সিনেমার জন্য প্রয়োজন দক্ষ একজন ক্যাপ্টেন ও টিম। যা আপাতত এই ছবির ক্ষেত্রে আভাস মিলেনি। সেইসঙ্গে ‘আমেরিকার নায়িকা’- এই প্রচারে দর্শকের নজর কেড়ে আনাড়ি কাউকে শাকিবের বিপরীতে দাঁড় করানো হবে সেই আশংকাও করছেন অনেকে। এসব বিষয়ে শাকিব ও হিমেল বেশি মনযোগী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom