দৌলতদিয়ায় যৌনকর্মীর গলাকাটা লাশ উদ্ধার
প্রথম নিউজ, রাজবাড়ী : রাজবাড়ীর দৌলতদিয়ায় যৌনপল্লী থেকে এক যৌনকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে তার শয়ন কক্ষ থেকে ঋতু আক্তার নামের ওই যৌন কর্মীর লাশ উদ্ধার করা হয় বলে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান।
দৌলতদিয়ায় যৌনপল্লীর কর্মীরা জানান, সকালে ঋতু আক্তারের ঘর থেকে রক্ত গড়িয়ে বাইরে চলে আসতে দেখে।
পরে কয়েকজন যৌনকর্মী তার ঘরে গিয়ে গলাকাটা মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠায় বলে জানান ওসি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: