ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো বাবারও
আজ শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রথম নিউজ,জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ইনতাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়া (২১)।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল থেকেই উপজেলা জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে দুপুরে বাড়ির পাশে সেচ পাম্পের ছিঁড়ে যাওয়া তার মেরামত করতে যান ফিরোজ। এ সময় তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ছেলের চিৎকার শুনে বাঁচাতে যান বাবা ইনতাজ আলী। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
পোগলদিঘা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, ছেলেকে বাঁচাতে গিয়ে দুইজনেরই মর্মান্তিক মৃত্যু হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: