মুন্সিগঞ্জে ১৬ মণ জাটকা জব্দ

অভিযান শেষে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়, জানান আবু তাহের।

মুন্সিগঞ্জে ১৬ মণ জাটকা জব্দ

প্রথম নিউজ, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা থেকে ১৬ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে মাওয়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালান নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা। ১৬ মণ জাটকার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। মাছগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। মাছগুলো বিক্রির উদ্দেশ্যে ঘাটে আনা হয়েছিল। তবে কারা এর সঙ্গে জড়িত তা জানা যায়নি।

অভিযান শেষে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়, জানান আবু তাহের।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom