দুই কলেজছাত্রী নিখোঁজ হওয়ার এক সপ্তাহেও তাদের খোঁজ মেলেনি

জামালপুর সদরের সুলতানা আক্তার ও রাফি খাতুন নামে দুই কলেজছাত্রী নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো তাদের খোঁজ মেলেনি

দুই কলেজছাত্রী নিখোঁজ হওয়ার এক সপ্তাহেও তাদের খোঁজ মেলেনি
জামালপুর

প্রথম নিউজ, জামালপুর:  জামালপুর সদরের সুলতানা আক্তার ও রাফি খাতুন নামে দুই কলেজছাত্রী নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো তাদের খোঁজ মেলেনি। গত ৬ অক্টোবর (বুধবার) পৃথক দুটি কলেজে ক্লাস করার কথা জানিয়ে বের হলেও এখনো বাড়িতে ফেরেনি তারা। নিখোঁজ ২ শিক্ষার্থী হলো, সদরের দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর দিঘুলী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সুলতানা আক্তার (১৯) এবং শাহবাজপুর ইউনিয়নের জাফরশাহী টেকিপাড়া গ্রামের আক্তার আলীর কলেজ পড়ুয়া মেয়ে রাফি খাতুন (১৮)।

পারিবারিক সূত্রে জানা যায়, সুলতানা স্থানীয় দিগপাইত ছামছুল হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী। ওই দিন সকালে কলেজে ক্লাস করার কথা বলে বাড়ি থেকে বের হয়। একই সময়ে স্থানীয় তুলশীপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী রাফি খাতুনও কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই ২ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার গত ৯ অক্টোবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্বজনরা জানান, রাফি ও সুলতানা ভিন্ন কলেজের শিক্ষার্থী হলেও তাদের ২ জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। নিয়মিত যোগাযোগ হতো দুই বন্ধুর মধ্যে। নিখোঁজ সুলতানার বাবা শহিদুল ইসলাম বলেন, মেয়ে পালিয়ে যাওয়ার মতো কোনো কারণ নেই। নিখোঁজ সন্তানকে ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই। 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নিখোঁজ দুই কলেজ শিক্ষার্থীর পরিবার গত ৯ অক্টোবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই তাদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom