১০০ পাক সেনাকে হত্যার দাবি বেলুচ আর্মির
পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান
প্রথম নিউজ, ডেস্ক : পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান। একে দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএফ)। জাতীয় গ্যাস প্রকল্প, অবকাঠামো ও সামরিক বাহিনীকে লক্ষ্য করে কয়েক দশক ধরে একের পর এক হামলা চালাচ্ছে তারা। সর্বশেষ এমন দুটি হামলায় ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছিল বার্তাসংস্থা রয়টার্স। তবে এই সংখ্যা শতাধিক হতে পারে বলে আশঙ্কা জেগেছে বিএলএফ-এর দাবির প্রেক্ষিতে।
দেশটির মিডিয়া রিপোর্ট বলছে, পাকিস্তানের ১০০ জন সেনাকে হত্যা করেছে বলে দাবি করছে বিএলএফ। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) হামলার বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, প্রথম হামলাটি বেলুচিস্তান জেলার পাঞ্জগুরে হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় যে ১৯ জন নিহত হয়েছেন তাদের মধ্যে ৪ জন পাক সেনা সদস্য ও ১৫ জন বিচ্ছিন্নতাবাদী রয়েছেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ বৃহস্পতিবার এক ভিডিও বিবৃতিতে এ সম্পর্কে বলেন, বুধবার রাতে হমালা হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী এই হামলার সমুচিত জবাব দেবে।
আইএসপিআর জানিয়েছে, প্রথম হামলার কয়েক ঘণ্টা পরে হামলাকারীরা বেলুচিস্তানের নৌশকিতে একটি নিরাপত্তা শিবিরে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু সৈন্যরা তাদের প্রচেষ্টা ব্যর্থ করে এবং চার হামলাকারীকে হত্যা করে। সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে উভয় হামলাই সফলভাবে নস্যাৎ করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: