ভালুকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে  রাজৈ ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ওয়ারিশান সনদ সংক্রান্ত একটি বিষয় নিয়ে ধুম্রজাল সৃষ্টি করে গনমাধ্যম ব্যাবহার করে অপপ্রচারে নেমেছে

ভালুকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে  রাজৈ ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, রাজৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা

প্রথম নিউজ, মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি:  একটি গনমাধ্যমে ওয়ারিশান সনদ সংক্রান্ত মিথ্যা,ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহের ভালুকার রাজৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা।

আজ মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে লিখিত বক্তব্য প্রদানকালে তিনি বলেন,একটি মহল রাজনৈতিক ভাবে ফায়দা হাসিলের উদ্যেশ্যে দীর্ঘদিন যাবৎ আমার বিরুদ্ধে বিভিন্ন কুটকৌশল ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় ওয়ারিশান সনদ সংক্রান্ত একটি বিষয় নিয়ে ধুম্রজাল সৃষ্টি করে আমার বিরুদ্ধে গনমাধ্যম ব্যাবহার করে অপপ্রচারে নেমেছে। 

যা কেবল নিন্দনীয়ই নয় জঘন্য ও ঘৃন্যতম কাজ। আমি প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে কোন ঘটনার সঠিক তথ্য উদঘাটন না করে কোন মহল বিশেষের প্ররোচনায় মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকতে গনমাধ্যমে কর্মরত ভাই ও বন্ধুদের প্রতি অনুরোধ করছি। নুরুল ইসলাম বাদশা বলেন,বিভিন্ন ক জের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যেই আমি জেলায় শ্রেষ্ট চেয়ারম্যান হিসেবে সম্মানিত হয়েছি।

 যা দেখে একটি মহল ঈর্শ্বানিত হয়ে আমার ব্যাক্তিগত ভাবমুর্ত্তি ও সামাজিক গ্রহনযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে। এ মিথ্যা সংবাদটি তারই ধারাবাহিক অপকৌশলের একটি অংশ। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যগন ছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে লিয়াকত আলী বেপারী,ইব্রাহিম সেক,হুমায়ুন কবির,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য যথাক্রমে সাজেদা বেগম,রমিজা খাতুন,শামছুন্নাহার। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom