নোয়াখালীতে বিয়ের ৭ দিন পর নববধূ পলির আত্মহত্যা

চাঁন মিয়া চৌকিদার বাড়ির প্রবাসী শাহ আলমের বিয়ে হয়

নোয়াখালীতে বিয়ের ৭ দিন পর নববধূ পলির আত্মহত্যা
ফাইল ফটো

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় বিয়ের সাত দিন পর পলি আক্তার (২১) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ সোমবার  ভোররাতে উপজেলার ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

 নিহত পলি আক্তার একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত বাবুলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রামনারায়ণপুর ইউনিয়নের পলি আক্তারের সঙ্গে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া চৌকিদার বাড়ির প্রবাসী শাহ আলমের (৪২) বিয়ে হয়। সোমবার (১১ অক্টোবর) ভোররাতে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন পলি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত নিহতের পরিবার এ ঘটনায় মৌখিক বা লিখিত ভাবে কোনো অভিযোগ করেনি।  

চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom