সারাদেশে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

আজ দেশের অনেক জায়গায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমবে বলে জানান এ আবহাওয়াবিদ।

সারাদেশে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আজ সোমবার আবহাওয়াবিদ আফরোজা সুলতানা  এ তথ্য জানান। তিনি বলেন, তাপমাত্রা গতকালের তুলনায় আজ একটু কম থাকবে। সারা দেশের তাপমাত্রাতেই একটু কমতি থাকবে। গতকাল (রোববার) ও আজ দেশের অনেক জায়গায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমবে বলে জানান এ আবহাওয়াবিদ।

এক প্রশ্নের জবাবে আফরোজা সুলতানা বলেন, ‘দেশের আটটি বিভাগের মধ্যে ছয় বিভাগ ছাড়া বাকি বিভাগগুলোতে আবহাওয়া শুষ্ক থাকবে। গতকাল (রোববার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সাগরে কোনো সতর্কতা নেই বলে জানান তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom