খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ নেতা আটক

খাগড়াছড়ি-পানছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ নেতা আটক
স্বপন চাকমা

প্রথম নিউজ,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিদেশি পিস্তলসহ স্বপন চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (৯ মার্চ) দুপুরে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্বপন চাকমা খাগড়াছড়ির সাত ভাইয়াপাড়া এলাকার সন্তোষ বিকাশ চাকমার ছেলে। তিনি ইউপিডিএফের চিফ কালেক্টর।

সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন জানান, ২০১৬ সাল থেকে পাহাড়ের আঞ্চলিক সংগঠন প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সঙ্গে জড়িত স্বপন চাকমা। আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড বুলেট, একটি ম্যাগাজিন, নেশা জাতীয় ওষুধ ও আদায় করা চাঁদার ৩৭৫ টাকা জব্দ করা হয়।

সাইফুল ইসলাম সুমন আরও বলেন, পাহাড়ে যে কোনো ধরনের সন্ত্রাসি তৎপরতা ও চাঁদাবাজি বন্ধে খাগড়াছড়ি সেনা জোনের অভিযান অব্যাহত থাকবে। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom