প্রথম নিউজ, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নানী- নাতনীসহ ৩জন নিহত ও ১০সেনা সদস্যসহ অন্তত ১৪জন আহত হয়েছে। পৃথক দুর্ঘটনা গুলো ঘটেছে বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার মেহেরাবাড়ী এবং দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কের রাংচাপড়া নামক স্থানে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে নাতনীকে নিয়ে মহাসড়ক পারাপার কালে অজ্ঞাত গাড়ীর চাপায় বৃদ্ধা নানী মুর্তুজা বেগম ও তার তিন বছর বয়সী নাতনী জান্নাত আরা খাতুন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় পিছনে থাকা সেনাবাহিনীর একটি দ্রæতগামী ট্রাক ঘটনাস্থলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নীচে ছিটকে পড়লে অন্তত ১০জন সেনা সদস্য আহত হয়। খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে ছুটে যায় ভালুকা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। এ ছাড়াও ভরাডোবা হাইওয়ে পুলিশ এবং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেষন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান তারা আহত ১০ সেনা সদস্যকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ সিএমইচ হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর সেনাবাহিনী,র্যাব ও পুলিশের বিভিন্ন কর্মকর্তাগন ঘটনাস্থলে ছুটে আসেন।
এ দিকে দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কের রাংচাপড়া এলাকায় একটি যাত্রীবাহি বাসের সঙ্গে যাত্রীবাহি সিএনজি ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে গেলে ৫জন আহত হয়। এ সময় ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ৫জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাঞ্চন তালুকদার নামে এক ব্যাক্তিকে মৃত ঘোষনা করেন। ভালুকা মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
news.google.com