Ad0111

লঞ্চে হাফ ভাড়া নিশ্চিতসহ ১২ দাবিতে মানববন্ধন

বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদের ব্যানারে আজ রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে এ মানববন্ধন করা হয়েছে।

লঞ্চে হাফ ভাড়া নিশ্চিতসহ ১২ দাবিতে মানববন্ধন
১২ দফা দাবিতে বরিশালে মানববন্ধন

প্রথম নিউজ,বরিশাল: লঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন বন্ধ, কর্মচারী ও ঘাট শ্রমিকদের হাতে যাত্রী হয়রানি রোধ এবং নৌপথে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করাসহ ১২ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করা হয়েছে। 

বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদের ব্যানারে আজ রবিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে এ মানববন্ধন করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী হারুন বিশ্বাস, সফিকুর রহমান মিরাজ, শান্ত রঞ্জন চৌধুরী, জামান কবির ও সাকিবুল ইসলাম শাফিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলে যাতায়াতের অন্যতম বাহন নৌযান। এই খাতে অনেক অত্যাধুনিক নৌযান যুক্ত হলেও সেবার মান বাড়েনি বরং কমেছে। সম্প্রতি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডসহ আরও কিছু ঘটনা তার বাস্তব প্রমাণ।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ট্রেন, বাসস্ট্যান্ড ও বিমান বন্দরের মতো নৌ-পরিবহন টার্মিনালের ইজারা প্রথা বাতিল করে টোল আদায় বন্ধ, নৌ-পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া কার্যকর, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত, প্রতিটি নৌযানে কর্মচারীদের অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহারের প্রশিক্ষণ প্রদান, লঞ্চের ইঞ্জিন রুমের পাশ থেকে খাবার হোটেল ও ক্যানটিন স্থানান্তর, দক্ষ মাস্টার, সুকানি ও গ্রিজার নিয়োগ, লঞ্চ ও স্টিমারে চা-দোকান ও ক্যানটিনে অতিরিক্ত মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা, ভ্রমণকালীন যাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত এবং ঢাকা-বরিশাল-খুলনা নৌপথে সপ্তাহে সাত দিন স্টিমার ও অত্যাধুনিক গতিসম্পন্ন নৌযান চালু করা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news