খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ২২ নভেম্বর সারাদেশে বিএনপির সমাবেশ

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে আগামী ২২ নভেম্বর সারা দেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই কর্মসূচী ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে একই দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করে দলটি। মির্জা ফখরুল বলেন, 'আগামী ২২ তারিখ বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে ঢাকায় প্রেসক্লাবের সামনে এবং সারা দেশে সমাবেশ হবে। আমরা আবারও দাবি নিয়ে আসবো। তারপরও যদি দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা আবারও কর্মসূচি নিয়ে আসবো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: