মির্জা আব্বাস বুকের ব্যাথা নিয়ে হাসপাতালের সিসিইউ’তে ভর্তি
প্রচণ্ড বুকের ব্যাথা নিয়ে হাসপাতালের সিসিইউ’তে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

প্রথম নিউজ< ঢাকা: প্রচণ্ড বুকের ব্যাথা নিয়ে হাসপাতালের সিসিইউ’তে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল তাকে ভর্তি করা হয়। বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রচণ্ড বুকের ব্যাথা নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউ’তে ভর্তি হয়েছেন। শায়রুল কবির বলেন, আজ ১৭ নভেম্বর সকালে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস হাসপাতালে রোগীর সাথে সাক্ষাৎ করে বরিশাল বিভাগ পটুয়াখালী ও পিরোজপুর জেলা মহিলা দলের কর্মী সভার উদ্দেশ্য বিমান যোগে যাত্রা করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ সিনিয়র নেতৃবৃন্দরা অবহিত হয়েছেন। মির্জা আব্বাসের সুস্থতায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: