মাগুরার ঘটনায় ন্যায়বিচারের পাশাপাশি জুলুমও শুরু হয়েছে : রাশেদ খাঁন

মাগুরার ঘটনায় ন্যায়বিচারের পাশাপাশি জুলুমও শুরু হয়েছে : রাশেদ খাঁন

প্রথম নিউজ, অনলাইন: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে বলেছেন, ‘অভিযুক্ত বাবা ও দুই ভাই মিলে মায়ের সহযোগিতায় আছিয়াকে নির্যাতন করেছে বলে যে অভিযোগ এসেছে, তা আমার কাছে বিশ্বাস করতে কিঞ্চিৎ হলেও সন্দেহ লাগছে। এছাড়া ভুক্তভোগী পরিবারের বয়ানের মধ্যেও অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়েছে। আমি ইতোমধ্যে বিষয়টি সরকারের গুরুত্বপূর্ণ মহলকে অবহিত করেছি।’

আজ শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন।
তিনি ওই পোস্টে আরো লিখেছেন, ‘আবেগপ্রবণ হয়ে যেন নিরপরাধ কোন ব্যক্তিকে বা পুরো পরিবারকে অপরাধী বানিয়ে শাস্তি না দেওয়া হয়। বরং যথাযথ তদন্তের মাধ্যমে শুধু অপরাধীকেই শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় পরিবারের একজনের অপরাধে পুরো পরিবারকে অপরাধী বানালে, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিলে, সমাজচ্যুত করলে এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। ন্যায়বিচার অর্থ হলো শুধু অপরাধ ও অপরাধীর বিচার।
অতিরিক্ত শাস্তিও কিন্তু জুলুমের শামিল। এই জুলুমও কোন ধর্মে এলাও করেনা, আমার নিজ ধর্ম ইসলামও করেনা।  

রাশেদ খান লিখেছেন, ‘আমার সন্দেহ লাগছে, মাগুরাও ঘটনায় ন্যায়বিচারের পাশাপাশি জুলুমও শুরু হয়েছে। আর আমাদের রাজনীতিকরা হলো পপুলিজমে বিশ্বাস করে।
তারা ভাবে এই বিষয়ে কথা বললে, জনপ্রিয়তায় ধস নামবে। কিন্তু তারা ভুলে যায়, সমাজ সংস্কার ও জনগণকে সচেতন করাও একজন রাজনীতিকের দায়িত্ব। A leader is one who knows the way, goes the way, and shows the way. সুতরাং পপুলিজমের পথে না হেঁটে ন্যায্য কথা বলে যেতে হবে।’