ভারতের সঙ্গে স্থল-আকাশ সীমান্ত বন্ধের ঘোষণা দিল পাকিস্তান

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার একদিন পর পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির মধ্য দিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকের পর পাকিস্তান থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। এর আগে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রবিবার থেকে পাকিস্তানি নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করা হলো।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি জানিয়েছেন, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ এ নামিয়ে আনবে। নয়াদিল্লিতে পাক হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাদের নন গ্রাটা ঘোষণা করে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে প্রধান সীমান্ত চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে এবং বিশেষ ভিসা ব্যবস্থার অধীনে পাকিস্তানি নাগরিকদের আর ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। কেন্দ্রের ৪৮ ঘণ্টার সময়সীমা মেনে বৃহস্পতিবার অমৃতসরের আটারি-ওয়াঘা স্থলপথ দিয়ে বাড়ি ফিরতে শুরু করেন বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক।
এদিকে আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে পাক সরকার বলছে, সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ভারতীয় ঘোষণাকে পাকিস্তান তীব্রভাবে প্রত্যাখ্যান করে। পাকিস্তানকে বরাদ্দকৃত পানি প্রবাহে বাধা দেওয়া বা চুক্তি স্থগিত করা ‘যুদ্ধের শামিল’ হিসেবে বিবেচিত হবে।
পাকিস্তান দেশটিতে থাকা ভারতীয় সামরিক উপদেষ্টাদের ৩০ এপ্রিলের মধ্যে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া পাকিস্তানের ভেতর দিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য অবিলম্বে স্থগিত করা হয়েছে। ভারতীয় মালিকানাধীন বা ভারত পরিচালিত সব এয়ারলাইন্সের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে শেহবাজ শরীফের কার্যালয়।