খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রথম নিউজ, অনলাইন: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় রাজধানীর তেজগাঁওয়ের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ওই নেতার নাম সায়মন। সে আওয়ামী লীগের স্থানীয় নেতা। ২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণার সময় হামলা চালানো হয়। পরে ২০২৪ সালের ২২ আগস্ট মামলাটি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, প্রচারণা চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছিল। তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ‘সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকা থেকে সায়মনকে আটক করা হয়। হামলা ও হত্যাচেষ্টার মামলায় মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।’

এর আগে একই মামলায় গত ৬ এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।