পাওনা টাকা চাওয়ায় দোকানে আগুন দেওয়ার অভিযোগ

আজ রোববার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার বাকা ইউনিয়নের আলীপুর গ্রামের শাকিল স্টোরে এ ঘটনা ঘটে। 

পাওনা টাকা চাওয়ায় দোকানে আগুন দেওয়ার অভিযোগ

প্রথম নিউজ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই দোকানঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। আজ রোববার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার বাকা ইউনিয়নের আলীপুর গ্রামের শাকিল স্টোরে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দোকানের শাটার কেটে প্রায় ২-৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মান্নান বাদী হয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আব্দুল মান্নান (৫৫) উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মাঠপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে এবং অভিযুক্ত শুভ একই উপজেলার বাকা ইউনিয়নের আলীপুর গ্রামের মাঠপাড়ার রেজাউল করিমের ছেলে।

আব্দুল মান্নান অভিযোগ করে  বলেন, আমার দোকানের পাশেই শুভর বাড়ি। শনিবার রাতে শুভর কাছে দোকান বাকি বাবদ ১০০০ টাকা চাই। সে ৫০০ টাকা দিলেও বাকি টাকা না দেওয়ায় আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে আমার দোকানে আগুন ধরিয়ে দেবে বলে হুমকি দেয়। আমি বিষয়টি গুরুত্ব না দিয়ে বাড়ি চলে আসি। ভোরের দিকে দোকান-ঘরে আগুন লাগার খবর পাই। আমার দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। এখন পরিবার নিয়ে পথে বসা ছাড়া কোনো উপায় নেই।

জীবননগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. খালিদ হুসাইন বলেন, খবর পেয়ে ভোরে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। দোকানের শাটার কেটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে দোকানের বাইরে থেকে আগুন দেওয়ার মতো আলামত আমরা পাইনি। তদন্ত শেষ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেছি। ধারণা করা হচ্ছে, আনুমানিক ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। পূর্ব শত্রুতার জেরে শুভ নামে এক যুবক এ ঘটনা ঘটিয়েছে বলে দোকান মালিক জানিয়েছেন। ভুক্তভোগী একটি লিখিত অভিযোগও দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom