প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী নিয়ে অবমাননাকর টিকটক করায় যুবক আটক

গ্রেফতার মহি উদ্দিন মান্না (২৫) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মুছেগুল গ্রামের মানিক মিয়ার ছেলে। বর্তমানে মোল্লাপুর গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করেন।

প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী নিয়ে অবমাননাকর টিকটক করায় যুবক আটক

প্রথম নিউজ, ঢাকা: নিজ টিকটিক আইডিতে রোববার রাতে প্রধানমন্ত্রী ও পুলিশকে নিয়ে অবমাননাকর ভিডিও পোস্ট দেয়ার অভিযোগে সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মহি উদ্দিন মান্না (২৫) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মুছেগুল গ্রামের মানিক মিয়ার ছেলে। বর্তমানে মোল্লাপুর গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করেন।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, রোববার রাতে সিলেট বিয়ানীবাজারের দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে তার চায়ের দোকান থেকে যুবক মান্নাকে আটক করা হয় বলে।

মান্না তার টিকটক আইডিতে সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী ও পুলিশের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং অপপ্রচার চালান। এ ঘটনায় ছাত্রলীগ নেতা জাহিদুল হক তাহমিদ বিয়ানীবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom