রাজধানীতে ছুটির তিন দিনে ৩ দলের সমাবেশ

রাজধানীতে ছুটির তিন দিনে ৩ দলের সমাবেশ

প্রথম নিউজ, ঢাকা : আগামীকাল বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এ তিন দিনের ছুটির মধ্যে রাজধানী ঢাকায় পৃথকভাবে জনসমাবেশের ঘোষণা দিয়েছে রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন।

ছুটির প্রথম দিন আগামীকাল বৃহস্পতিবার ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এর পরের দিন শুক্রবার (২ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগামী শনিবার (৩ মে) হেফাজতে ইসলাম বাংলাদেশ নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ কয়েকটি দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে
 

দলীয় সূত্রে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির সমাবেশটি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারা।
সমাবেশ আয়োজন করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। 

আগামী শুক্রবার (২ মে) বেলা ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এ ছাড়া ছুটির তৃতীয় ও শেষদিন শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এক মাস ধরে চলা প্রস্তুতির অংশ হিসেবে গতকাল বুধবার খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় এই সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠক হয়।