ফুল গাছে পানি দিতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর পল্টনের চামেলিবাগে ফুল গাছের টবে পানি দিতে গিয়ে চার তলার ছাদ থেকে পড়ে মাকসুদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ এ দুর্ঘটনা ঘটে। পল্টন থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সেন্টু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
মৃত নারীর ভাগ্নিজামাই সাইফুল ইসলাম জানান, ১৬৬/এ, শান্তিনগর চামেলিবাগে চারতলা ভবনে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন মাকসুদা বেগম। সকালে চার তলার ছাদে রেলিংয়ের পাশে ফুলের টবে পানি দিতে গেলে অসাবধানতাবশত নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশকে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
মাকসুদা বেগম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা গ্রামের কাঁচামাল ব্যবসায়ী গোলাম মোস্তফার স্ত্রী। দুই ছেলে এক মেয়ের মা ছিলেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: