প্রথম নিউজ, খেলা ডেস্ক: চট্টগ্রামের আকাশে মেঘের আনাগোনা ও বৃষ্টির বাধা উপেক্ষা করে ব্যাট হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। সাদমান ইসলামের পর মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংস শেষে শক্ত অবস্থানে স্বাগতিকরা। প্রথম ইনিংস শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২১৭ রানে।
তৃতীয় দিনের সকালে ১৬ রান নিয়ে ব্যাট করতে নামেন মিরাজ। শুরুতে তাইজুল ইসলামের সঙ্গে গড়ে তোলেন ৮৪ বলে ৬৩ রানের মূল্যবান জুটি। তাইজুল ৪৫ বলে ২০ রান করে আউট হলেও, ততক্ষণে বাংলাদেশের লিড ছাড়িয়ে যায় ১১৫ রানে।
এরপর মিরাজের সাথে যোগ দেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। সাকিব ৮০ বলে ৪১ রানের কার্যকরী ইনিংস খেলেন। তার বিদায়ের সময়ও মিরাজের সেঞ্চুরি অধরা ছিল। তবে ধৈর্য ধরে খেলতে থাকেন মিরাজ এবং শেষ পর্যন্ত ১৪৩ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা পান তিনি। দলীয় ৪৪৪ রানে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে বাংলাদেশের লিড পৌঁছে যায় ২১৭ রানে।
অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে অভিষেকেই আলো ছড়িয়েছেন স্পিনার ভিন্সেন্ট মাসেকাসে। ৩১.২ ওভার বল করে ১১৫ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছেন তিনি। বাকি চার বোলার মিলে নিয়েছেন একটি করে উইকেট এবং একটি রান আউটের ঘটনা ঘটে।
এর আগে জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে প্রথম ইনিংসে সাদমান ইসলাম করেন ১২০ রানের দুর্দান্ত ইনিংস। যদিও তার সঙ্গে বড় কোনো জুটি গড়তে পারেননি অন্যরা। দ্বিতীয় দিনের শেষ সেশনে হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ, তবে মিরাজের দৃঢ়তায় বড় লিড নিশ্চিত করে টাইগাররা।
ব্যক্তিগত অর্জনেও দারুণ দিন কাটিয়েছেন মিরাজ। টেস্ট ক্রিকেটে দুই হাজার রান ও দুইশ উইকেটের ক্লাবে ঢুকে পড়েছেন তিনি। এই কীর্তি গড়েছেন বিশ্বে ২৬তম এবং বাংলাদেশে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে, যেখানে তার আগে কেবল সাকিব আল হাসানই এই মাইলফলক স্পর্শ করেছিলেন। পাশাপাশি, টেস্টে বাংলাদেশের নবম ব্যাটার হিসেবে দুই হাজার রান পূর্ণ করেছেন মিরাজ।