বিশ্বকাপ শেষ হওয়ার ৩২ ঘণ্টা পর ঢাকায় পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পাকিস্তানের
প্রথম নিউজ, ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পাকিস্তানের। এবারের আসরের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দলটি বিদায় নিয়েছে ফাইনালের আগেই। তাই আর দেরি কেন! বাংলাদেশের বিপক্ষে আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে সিরিজ খেলতে সেমিফাইনালে হারের ৩২ ঘণ্টা পরই ঢাকায় পা রাখল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।
তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে আজ সকাল ৮টায় ঢাকায় পা রাখে বাবর আজমের দল। দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি একটি ফ্লাইটে করে বাংলাদেশে আসে দলটি। কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সবশেষ ২০১৫ সালে বাংলাদেশে এসেছিল পাকিস্তান।
এখনো করোনার প্রকোপ পুরোপুরি না কাটলেও, এই সফরে পাকিস্তানকে কোনো প্রকার কোয়ারেন্টিন জটিলতায় পড়তে হচ্ছে না। আজ বিশ্রাম নিয়ে কাল থেকেই মাঠে নামতে পারবে পাকিস্তান। সেক্ষেত্রে একটা শর্ত আছে। অনুশীলনে নামার আগে আজ পাক ক্রিকেট দলকে যেতে হবে করোনা পরীক্ষার মধ্য দিয়ে। সেখানে নেগেটিভ এলেই মিলবে অনুশীলনে নামার ছাড়পত্র।
গত ১১ নভেম্বর দুবাইয়ে অস্ট্রেলিয়ার কাছে অবিশ্বাস্যভাবে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয় পাকিস্তানের। সুপার টুয়েলভ পর্বে একটি ম্যাচও না হারা বাবর-রিজওয়ানরা সেই দুঃস্বপ্নের পর গতকাল শুক্রবার দুবাইয়ে বিশ্রাম নিয়ে রাতেই ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজটি শুরু হবে মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দিয়ে। পরের দিন দ্বিতীয় ম্যাচ। এই ফরম্যাটের শেষ ম্যাচটি ২২ নভেম্বর। এরপর শুরু হবে লাল বলের লড়াই। আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলায় হবে দ্বিতীয় টেস্ট।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: