হাসান আলিকে শাস্তি দিল আইসিসি
প্রথম নিউজ, ডেস্ক : পাকিস্তানি পেসার হাসান আলিকে তিরস্কার করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অশোভন আচরণের জন্য ১ পয়েন্ট ডিমেরিট দেওয়া হয়েছে।
শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে আউট করে অশোভন আচরণ করেন হাসান। বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারে সোহানকে আউট করে তাকে হাতের ইশারায় সাজঘরে ফিরে যেতে বলেন হাসান।তার সেই আচরণকে ক্রিকেটীয় নিয়মের পরিপন্থী হিসেবে দেখেছে আইসিসি।
আইসিসি জানিয়েছে, মিরপুরে ওই অঙ্গভঙ্গি করে লেভেল ১ এর কোড অব কন্ডাক্ট ভেঙেছেন হাসান আলি। কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৫ ভঙ্গ করেন এই পেসার।
ফলে নিয়মানুযায়ী, আনুষ্ঠানিক ভর্ৎসনার পাশাপাশি হাসান আলিকে ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। ২৪ মাস সময়ে হাসান আলির প্রথম আচরণবিধি লঙ্ঘন এটাই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: