চট্টগ্রামে সড়কের পাশে পড়ে ছিল তরুণীর রক্তাক্ত লাশ
প্রথম নিউজ,চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়কের পাশ থেকে এক তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স ২০ থেকে ২২ বছর। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া-রাউজান এ বি এম ফজলে করিম চৌধুরী সড়কের পাশে লাশটি পড়ে ছিল।
পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব গুজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার ঘাটা এলাকায় সকাল নয়টার দিকে ওই তরুণীর লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় লোকজন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারে কাজ শুরু করে।
থানা-পুলিশ জানায়, তরুণীর গলায় ও মুখের এক পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। গলায় ওড়নার ফাঁস লাগানো ছিল। এ দেখে ধারণা করা যায়, মেয়েটিকে খুন করে এখানে ফেলে গিয়েছে খুনিরা।
বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম জেলা (উত্তর) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কবির আহমদ, রাউজান-রাঙ্গুনিয়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন প্রমুখ।
জেলা (উত্তর) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কবির আহমদ বলেন, মেয়েটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে। পুলিশ তরুণীর পরিচয় শনাক্তে কাজ করছে বলে জানান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: