ট্রেন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন মাহাবুব আদর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী

প্রথম নিউজ, পাবনা : চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন মাহাবুব আদর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। মার্কেটিং বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে থাকতেন। আজ বৃহস্পতিবার সকালে পাবনার জেলার পাকশি সেতুতে এ দুর্ঘটনা ঘটে। আদরের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নে।
আদরের চাচা ফরহাদ বলেন, মাহাবুব ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাবনার পাকশি সেতুতে এ দুর্ঘটনা ঘটে। সে জানালা দিয়ে মাথা বের করা ছিল। তখন সেতুর রেলিংয়ের (লোহা) সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews