নাজিরপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান (ভিডিওসহ)

প্রথম নিউজ, পিরোজপুর : বিভিন্ন প্রকল্প ও সাবেক উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার নামে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সত্যতা যাচাই করতে পিরোজপুরের নাজিরপুরে উপজেলা (এলজিইডি) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) পিরোজপুর দুদক সম্মিলিত কার্যালয়ের একটি টিম বেলা সাড়ে ১২টা দিকে পিরোজপুরের নাজিরপুরে এলজিইডি কার্যালয়ের প্রবেশ করে পরে বেলা ২টা দিকে বের হয় দুদকের টিম।
পিরোজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন নেতৃত্বে এলজিইডি নির্বাহী প্রকৌশলী এবি এম মাহমুদুল হাসান সঙ্গে সাবেক প্রকৌশলী জাকির হোসেন মিয়া, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার একই কর্মস্থলে ৮ ধরে চাকরি করছেন, কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর ধরে চাকরি করছেন।
দুদক সূত্র জানায়, উপজেলা (এলজিইডি) সাবেক প্রকৌশলীদের বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতর তথ্য সংগ্রহ আসেন দুদক।
এসময় তারা প্রকৌশলী জাকিরের অনিয়ম ও দুর্নীতির সত্যতা পান। অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর একই কর্মস্থলে ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার ৮ বছর ধরে এখানেই চাকরি করছেন। আব্দুস সালাম কখনো তার বদলির জন্য আবেদন করেননি। উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফারও বদলির জন্য আবেদন করেননি বরং তার বদলির আদেশ প্রত্যাহার করিয়েছেন।
খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার দুইটি প্রাইমারি বিদ্যালয়ের শত ভাগ কাজ না করিয়ে ৭০-৯০% বিল দিয়ে দেন এক ঠিকাদারকে। বিদ্যালয় দুটি উপজেলার সদর ইউনিয়নের কলতালা গ্রামে একটি অপরটি শ্রারীমাকাঠী ইউনিয়নের কাইলানী সরকারি প্রাথমিক। আর ওই স্কুল দুটির টেন্ডার পায় স্বাগতা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস।
গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে ঠিকাদার লাপাত্তা।
গোপন সূত্রে জানা যায়, বাড়তি বিল পরিষদ করার ঘটনা জানাজানি হলে বর্তমানে উপ-সহকারী প্রকৌশলী গফফার নিজ অবস্থানে কাজ চালিয়ে যাওয়ার জন্য স্কুল দুটির কাজের মেয়াদ বাড়িয়েছেন।
অভিযান শেষে পিরোজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে বিস্তর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সত্যতা পাওয়া গেছে। তিনি (জাকির) বর্তমানে সাসপেন্ড আছেন। তার বিরুদ্ধে তদন্ত চলমান।
একই সঙ্গে এই অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার ৮ বছর একই কর্মস্থলে আছেন যা বিধিবহির্ভূত।'
তিনি আরো বলেন, বিভিন্ন প্রকল্পসহ দুইটি প্রাইমারি স্কুলের কাজ পরিদর্শন করবেন তারা। এসময় দুদক সহকারী পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কামরুজ্জামান ও পার্থ চন্দ্র পাল।