প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রোববার এক বার্তায় বলেছেন, জম্মু ও কাশ্মীরের জনগণ তাদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার ন্যায্য অধিকারের জন্য যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাতে পাকিস্তান রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে। ১৩ জুলাই কাশ্মীর শহিদ দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৩১ সালের ১৩ জুলাই ডোগরা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে ২২ জন কাশ্মীরি মুসলমান শহীদ হন। তাদের স্মরণে এই দিনটি প্রতিবছর পালিত হয় । এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। প্রধানমন্ত্রী আরও বলেন, এটি কাশ্মীরি মুসলমানদের অবিচল, দমনকারী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ এবং তাদের অধিকার আদায়ের দৃঢ় সংকল্পের প্রতীক। কাশ্মীরের ইতিহাসজুড়েই রয়েছে স্বাধীনতা, মানবাধিকার ও আত্মনিয়ন্ত্রণের সংগ্রাম। তিনি বলেন, কাশ্মীরের জনগণ অতীতেও আত্মত্যাগ করেছেন। এখনও করছেন তাদের ন্যায্য অধিকারের জন্য।
শেহবাজ শরীফ আরও বলেন, জম্মু ও কাশ্মীর- যা ভারত অবৈধভাবে দখল করে রেখেছে, সেখানে মুসলিম জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পাকিস্তান সরকার রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে যাবে। তার ভাষায়- আমরা ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে জীবন উৎসর্গকারী কাশ্মীরি শহীদদের সাহস ও দৃঢ়তাকে সম্মান জানাই।
বিবৃতির শেষে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান সরকার আবারও জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সংকটের শান্তিপূর্ণ সমাধান ও জম্মু-কাশ্মীরবাসীর আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।