‘ইসরাইলকে স্বীকৃতি দিতে পাকিস্তানের ওপর কোনো মার্কিন চাপ নেই’

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইসরাইলকে স্বীকৃতি দেয়ার বিষয়ে পাকিস্তানের ওপর কোনো ধরনের মার্কিন চাপ নেই। এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ। সম্প্রতি ডালাসে প্রবাসী পাকিস্তানিদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। রাষ্ট্রদূত বলেন, ইসরাইল প্রসঙ্গে পাকিস্তানের অবস্থান অপরিবর্তিত। তা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর আদর্শের ভিত্তিতে নেয়া হয়েছে সেই অবস্থান। আমাদের নীতির ভিত্তি দীর্ঘদিনের ন্যায়সঙ্গত অবস্থান, কোনো বাহ্যিক চাপ নয়। রাষ্ট্রদূতের বক্তব্য এমন সময় এলো, যখন মুসলিম বিশ্বের ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের নানা জল্পনা আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হচ্ছে।
পাকিস্তানি রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিন সমস্যার ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য সমাধান ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নই ওঠে না। সম্প্রতি ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা প্রসঙ্গে পাকিস্তান তেহরানের আত্মরক্ষার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে। উভয় দেশই বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তিখাতে সহযোগিতা বাড়াতে কাজ করছে।