আ. লীগ নিষিদ্ধ হলেও থাকবে ‘নৌকা’ প্রতীক শাপলা নয়- ইসি মাছউদ

প্রথম নিউজ, অনলাইন: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও নির্বাচনের তফসিলে ‘নৌকা’ প্রতীক থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। এছাড়া এখনই শাপলা প্রতীক অন্তর্ভুক্ত হচ্ছে না তবে পরবর্তীতে পর্যালোচনা করা হবে। রবিবার (১৩ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা জানান।
ইসি মাছউদ বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এ প্রতীকগুলো ইসির সংরক্ষিত।
তিনি বলেন, এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে।
এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে এ নির্বাচন কমিশনার বলেন, যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এই প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি দল হিসেবে পরে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে।
এর আগে সকালে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিরা। বৈঠকে তারা প্রতীক তালিকা থেকে ‘নৌকা’ বাদ দেওয়ার দাবি জানান। এনসিপি মনে করে, আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত অবস্থায় আইনগতভাবে তাদের প্রতীক তালিকায় রাখা সমীচীন নয়। এসময় কমিশন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে বলেও আশ্বাস দেয়।
এছাড়া নিজেদের দলের প্রতীক ইস্যুতে এনসিপির প্রতিনিধিরা জানান, তিনটি প্রতীক (শাপলা, কলম ও মোবাইল) তারা চেয়েছেন। তবে মূল ও একমাত্র লক্ষ্য হচ্ছে শাপলা প্রতীকটি বরাদ্দ নেওয়া। অন্যথায় রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানান এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দিন পাটওয়ারী।