মুদ্রণ শিল্প সমিতিতে প্রশাসক বসালো সরকার

মুদ্রণ শিল্প সমিতিতে প্রশাসক বসালো সরকার

প্রথম নিউজ, অনলাইন: অনিয়ম-দুর্নীতির অভিযোগে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির কমিটি বিলুপ্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে উপ-সচিব সন্দ্বীপ কুমার সরকারকে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। আদেশে ১২০ দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন গ্রহণ করা হয়েছে। বর্তমান কমিটি যথাযথভাবে কারণ দর্শানোর জবাব দিতে পারেনি। এছাড়া বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিল।

এতে আরও বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সন্দ্বীপ কুমার সরকারকে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন এবং এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহীর চেয়ারম্যান পদে ছিলেন মো. রাব্বানী জব্বার। তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। রাব্বানী জব্বার আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই।

২০২৩ সালের ১৭ নভেম্বর ২০২৩-২০২৫ মেয়াদে মুদ্রণ শিল্প সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা ১০ ডিসেম্বর দায়িত্বগ্রহণ করেন। সেই হিসাবে প্রায় ৫ মাস মেয়াদ থাকতেই মুদ্রণ শিল্প সমিতির কমিটি বিলুপ্ত করা হলো।