৩০০ ছুঁল বাংলাদেশ, সঙ্গে সঙ্গে নামল বৃষ্টি

৩০০ ছুঁল বাংলাদেশ, সঙ্গে সঙ্গে নামল বৃষ্টি

প্রথম নিউজ, অনলাইন:   চট্টগ্রাম টেস্টে অনেক বারই বৃষ্টি চোখরাঙানি দিয়েছে। তবে শুরুর দুই দিনে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি। দাঁড়াল তৃতীয় দিনের শুরুর সেশনে। দিনের খেলা ২.৪ ওভার হতেই নামল বৃষ্টি। তবে তার আগে বাংলাদেশ ৩০০ ছুঁয়ে ফেলেছে ঠিকই।

সাগরিকায় বাংলাদেশ-জিম্বাবুয়ের এই ম্যাচে দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করেছিল স্বাগতিকরা। দুই সেশনে স্কোরবোর্ডে জমা পড়েছিল ২০৫ রান। শেষ সেশনে ৪ উইকেট খুইয়ে বাংলাদেশ পড়ে গেছে বিপাকে। দিনটা দল শেষ করে ২৯১ রান নিয়ে, হাতে আছে এখন ৩ উইকেট। লিডটা ছিল ৬৪ রানের।

তবে তৃতীয় দিনের শুরু থেকেই আকাশে মেঘের ঘনঘটা ছিল। বৃষ্টি আসি আসি করছিল। যদিও সে শঙ্কা মাথায় নিয়েই খেলা শুরু হয়।

খেলা শুরুর পর বৈধ বল মাঠে গড়িয়েছে ১৬টি, একটি আবার ছিল নো বলও। দিনের শুরুতে মুজারাবানি আসেন আক্রমণে, তার ওভার থেকে অপরাজিত ব্যাটার তাইজুল ইসলাম আর মেহেদি হাসান মিরাজ নেন ৩ রান। মাসেকেসার ওভার থেকে ৪, এরপর মুজারাবানির ৪ বল থেকে আসে একটি বাউন্ডারিসহ ৫ রান।

এরপরই নামে বৃষ্টি। যদিও সে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১০ মিনিট ঝরেছে বৃষ্টি। এরপর সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ আবারও দুই দল নেমে পড়ে মাঠে।