টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্দ, গ্রেফতার ২
উপজেলার ছিলিমপুর বাজারের একটি পাটের গুদামে অভিযান চালিয়ে ৭৩ বস্তা চাল জব্দ করা হয়।
প্রথম নিউজ,টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জব্দ করেছে র্যাব। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) দিনগত রাতে উপজেলার ছিলিমপুর বাজারের একটি পাটের গুদামে অভিযান চালিয়ে ৭৩ বস্তা চাল জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলার বড়বেলতা গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে আব্দুল আজিজ মন্ডল ও একই উপজেলার চরপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে মো. সোহেল।
র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ছিলিমপুর বাজারের সেকান্দরের পাটের গুদাম থেকে পাচারের উদ্দেশ্যে রাখা ২৩ বস্তা চাল জব্দ করা হয়। এসময় মিনি ট্রাকে রাখা আরও ৫০ বস্তাসহ মোট ৭৩ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়।
তিনি আরও জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারে জড়িত থাকার অভিযোগে আব্দুল আজিজ মন্ডল ও মো. সোহেলের বিরুদ্ধে দেলদুয়ার থানায় মামলা করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: