প্রথম নিউজ, ডেস্ক: কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। সেমিফাইনালে রাস্তা খুঁজে পেতে জয়ের বিকল্প নেই টাইগারদের। এমন ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যর্থ হলো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মাত্র ৮৪ রানে গুটিয়ে গেলো ইনিংস। বোলারদের অতিমানবীয় পারফরম্যান্স ছাড়া দৃশ্যপট বদলানোর উপায় ছিল না। এমন অবস্থায় শুরুটা ভালোও করেন তাসকিন আহমেদ-মেহেদী হাসানরা। পাওয়ার প্লেতে ৩ উইকেট ফেলে দেন প্রোটিয়াদের। তবে সহজ লক্ষ্যে ৬ উইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। হাতে ছিল ৩৯ বল। সহজ লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
তাসকিনের করা ওভারের শেষ বলে আউট হন রেজা হেনড্রিকস। সাজঘরে ফেরার আগে ৫ বলে ৪ রান করেন এই প্রোটিয়া ওপেনার। দলীয় ২৮ রানে কুইন্টন ডি কককে ফেরান মেহেদী হাসান। ১৫ বলে ১৬ রান করেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার। ৫ ওভারের পঞ্চম বলে নিজের দ্বিতীয় উইকেট হিসেবে এইডেন মার্করামকে ফেরান তাসকিন। শুরুর ধস সামলে টেম্বা বাভুমার সঙ্গে ৪৭ রানের পার্টনারশিপ গড়েন রসি ভ্যানডার ডুসেন। ২২ রান করে ডুসেন আউট হলে ভাঙে জুটিটি। ২৭ বলের ইনিংস ২টি চারের মাধ্যমে সাজান এই প্রোটিয়া ব্যাটার। টেম্বা বাভুমা দলীয় সর্বোচ্চ ৩১ রান করেন। প্রোটিয়া অধিনায়কের ২৮ বলে খেলা অপরাজিত ইনিংসেই জয়ের বন্দরে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। ৫ রানে অপরাজিত ছিলেন ডেভিড মিলার। চার ওভার বল করে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। একটি করে উইকেট পান মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: