জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নাইজারের ১২ সৈন্য নিহত
নাইজারের দক্ষিণপশ্চিমাঞ্চলে এক সংঘর্ষের ঘটনায় বন্দুকধারীরা ১২ সৈন্যকে হত্যা ও ৮ জনকে আহত করেছে

প্রথম নিউজ, ডেস্ক : নাইজারের দক্ষিণপশ্চিমাঞ্চলে এক সংঘর্ষের ঘটনায় বন্দুকধারীরা ১২ সৈন্যকে হত্যা ও ৮ জনকে আহত করেছে।
বুরকিনা ফাসোর সীমান্তের কাছে এ ঘটনা ঘটেছে বলে রোববার নাইজার সরকার জানিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ফুনিও গ্রামের কাছে কয়েকশ জঙ্গির সঙ্গে লড়াই চলার সময় ব্যাপক গুলির মুখে পড়ে সৈন্যরা, এতে হতাহতের ওই ঘটনা ঘটে। লড়াইয়ে বহু জঙ্গিও নিহত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর ২০১৭ সাল থেকে শুরু করা ব্যাপক বিস্তৃত সহিংসতার একটি অংশ। ওই সময় থেকে এ গোষ্ঠীগুলোর জঙ্গিরা সাহারা মরুভূমির দক্ষিণের শুষ্ক সাহেল অঞ্চলগুলোজুড়ে হামলা শুরু করে।
এর মধ্যে বুরকিনা ফাসো, মালি ও নাইজারের সীমান্তবর্তী অঞ্চলে সবচেয়ে ভয়াবহ কিছু হামলার ঘটনা ঘটেছে। ধারাবাহিক হামলায় অঞ্চলটির কয়েক হাজার মানুষ নিহত ও লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: