ক্লাবের মালিকদের ব্যাপারে আরও সতর্ক হতে বললেন ক্লপ

 ক্লাবের মালিকদের ব্যাপারে আরও সতর্ক হতে বললেন ক্লপ
ক্লাবের মালিকদের ব্যাপারে আরও সতর্ক হতে বললেন ক্লপ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ তিনি। এটাই কাল হয়েছে রোমান আব্রাহামোভিচের জন্য। বৃহস্পতিবার তার ক্লাব চেলসির ওপর নেমে এসেছে এক গাদা নিষেধাজ্ঞা। চাইলেও এখন চেলসিকে বিক্রি করতে পারবেন না। ক্লাবটি খেলোয়াড় কিনতে বা বিক্রি করতে পারবে না। করা যাবে না নতুন চুক্তিও।

এ নিয়ে এখন ইউরোপিয়ান ফুটবলে আলোচনা তুঙ্গে। শুক্রবার ব্রাইটনের বিপক্ষে ম্যাচের আগে এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল লিভারপুল কোচ ইয়্যুর্গেন ক্লপের কাছেও। এই জার্মান কোচ এক হাত নিয়েছেন সমর্থকসহ ফুটবল সংশ্লিষ্টদের। বলেছেন, টাকা কোন জায়গা থেকে আসে কেউই ভাবে না।
 
চেলসির নিষেধাজ্ঞার ব্যাপারে জানতে চাইলে ক্লপ বলেন, ‘আমার মনে হয় না এটা আমাকে জিজ্ঞেস করা ঠিক হচ্ছে। আপনারা এই দেশে আমার চেয়ে বেশি সময় ধরে আছেন। আপনারা কি সত্যিই কিছু ভাবেন? সত্যিই কেউ আব্রাহামোভিচের চেলসিতে আসার সময়টাকে পাত্তা দিয়েছে?’

‘কেউ কি এখন নিউক্যাসেলের মালিকানা বদলকে পাত্তা দিচ্ছে? সমর্থকরা আসলেই পাত্তা দেয়? এটা একটা প্রশ্ন। এটা স্পষ্ট কোত্থেকে টাকা আসে। সবাই এটা জানে, কিন্তু আমরা মেনে নিয়েছি। এটা আমাদের ভুল। এটা সমাজের দোষ, তাই আমরা মেনে নিয়েছি। এখন আমরা আর মেনে নিতে পারছি না তাই তাদের শাস্তি দিয়েছি। এটা চেলসির দোষ না। কোনোভাবেই না।’

ক্লাবের মালিকানার ব্যাপারেও আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করেন ক্লপ, ‘আমার কোনো ধারণা ছিল না ব্যাকগ্রাউন্ড কেমন হয়। কিন্তু এটা বলতে পারি, এখানে সাড়ে ছয় বছর ধরে আছি, একদম প্রথম দিন থেকে আমি আমাদের মালিকের ওপর সন্তুষ্ট। আর এই সময়টাতে আরও বেশি সন্তুষ্ট।’

‘দিনশেষে, মালিকরা ক্লাবের নেতৃত্ব দেন। অর্থের যোগান দেন ও লাভ করতে চান। আমরা এমনকি ভাবিও না টাকা কোত্থেকে আসে। এখন আমরা ভাবছি টাকা কোত্থেকে আসছে। আমার মনে হয় এটা ভালো ভাবনা। এটা নিয়ে আমাদের আরেকটু ভাবা উচিত।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom