শচীনের রেকর্ডে ভাগ বসালেন রুতুরাজ

 শচীনের রেকর্ডে ভাগ বসালেন রুতুরাজ
শচীনের রেকর্ডে ভাগ বসালেন রুতুরাজ

প্রথম নিউজ, ডেস্ক : মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে আসতেই যেন চনমনে হয়ে উঠলেন তিনি। ফর্মে ফিরেই রুতুরাজ গায়কোয়াড় ছুঁয়ে ফেললেন অনন্য এক রেকর্ড। চেন্নাই সুপার কিংসের এই ওপেনার ভাগ বসালেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কীর্তিতে। রুতুরাজ দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে স্পর্শ করলেন আইপিএলে ১০০০ রানের মাইলফলক।

শচীনের সঙ্গে যুগ্মভাবে আইপিএলে দ্রুততম হাজার রানের রেকর্ড গড়লেন ২৫ বছর বয়সী রুতুরাজ। দু'জনই ৩১তম ইনিংসে একহাজারি ক্লাবে নাম লেখালেন। 

গত রোববার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫৭ বলে ৯৯ রানের ঝড়ো ইনিংস উপহার দেন রুতুরাজ। এই ইনিংস খেলতে গিয়েই ভারতের ব্যাটসম্যানদের মধ্যে আইপিএলে দ্রুততম হাজার রানের রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। ৩১ ইনিংস খেলে হাজার রান তুললেন এই ওপেনার। এই মাইলফলক ছুঁতে সমান ইনিংস খেলেন শচীনও। হাজার রান ক্লাবে যেতে সুরেশ রায়নার লেগেছিল ৩৪ ইনিংস। রিশাভ পান্তের ৩৫ ইনিংসে হাজারি ক্লাবে পা দেন।

আইপিএলের দর্শকদের কাছে রুতুরাজ নামটি বেশ পরিচিত। গত মৌসুমে চেন্নাইকে চ্যাম্পিয়ন করানোর নেপথ্যে বড় ভূমিকা ছিল তার। ১৬ ম্যাচে ৬৩৫ রান করে পেয়েছিলেন অরেঞ্জ ক্যাপ। গড় ৪৫.৩৫। স্ট্রাইকরেট ১৩৬.২৬। তার পথ ধরে চেন্নাই এই মৌসুমে ৬ কোটি রুপিতে ধরে রাখে তাকে। 

আইপিএলে সব মিলিয়ে দ্রুততম হাজার রানের রেকর্ড অস্ট্রেলিয়ার শন মার্শের। হাজার করতে লেগেছিল মাত্র ২১ ইনিংস। লেন্ডল সিমন্সের ২৩ ইনিংস, ম্যাথু হেডেনের ২৫, জনি বেয়ারস্টোর ২৬ , ক্রিস গেইলের ২৭, কেন উইলিয়ামসনের লেগেছিল ২৮ ইনিংস।

আইপিএলে ইনিংসের হিসাবে দ্রুততম হাজার ক্লাবের ৫ ভারতীয়-

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom